Skip to main content
 
 
 
 
মারাঠি সিনেমা। ২০০৪ সালে ফরেন মুভিতে ষষ্ঠ স্থানে ছিল অস্কারে। সেটা খুব বড় কথা নয়। সিনেমাটা দেখতে যখন শুরু করি তখন এত কিছু জানতাম না। শুধু গল্পটাই চোখ টানল। 
 
       ঠাকুর্দা জানতে পারলেন তার নাতির চোখে যে বিরল ক্যান্সারটা হয়েছে সেটা থেকে ওকে বাঁচাতে ওর দৃষ্টিশক্তি চলে যাবে। গ্রামের লিখতে পড়তে না পারা মানুষটা এই সঙ্কটময় মুহূর্তে ঠিক করল, হেরে যাবে না, নাতিকে জীবনের আলোকময় দিকটার সাথে পরিচয় করাতে হবে, তাকে কিছু এমন মধুর স্মৃতি দিয়ে যেতে হবে যেন সে তার ভবিষ্যৎ জীবনের সঞ্চয় হয়ে থাকে। তাকে জানাতে হবে কিভাবে বহু মানুষ দৃষ্টি হারিয়েও বেঁচে থাকে। কিন্তু লড়াইটা কি এতটাই সোজা? 
 
       অসামান্য সংবেদনশীল পরিচালনা, অভিনয়। আমি মুগ্ধ হলাম দেখে। তাই জানিয়ে রাখলাম। আমাজন প্রাইমে আছে।