সৌরভ ভট্টাচার্য
11 September 2015
যতবারই চাঁদের সাথে চোখাচোখি হয়
কত জন্মের শুভদৃষ্টির কথা মনে পড়ে
সেদিন শ্রাবণের পূর্ণিমা
মেঘের ঘোমটা টেনে
চাঁদ আসল আমার নিকানো উঠানে
অনেক গভীর রাতে।
তোমার চোখের কাজলের কথা মনে হল,
ঘরে এলাম
আমার বিনিদ্র চোখে তোমার নিদ্রিত মুখ,
পটে আঁকা, কালো পল্লবে ঢাকা তোমার চোখ,
জানলা দিয়ে আসা
তোমার ঠোঁটে, চোখে, গালে
মাখা চাঁদের আলো
কে কাকে ঈর্ষান্বিত করে গেল?