sumanasya
23 February 2024
তুমি সে নও
যে তুমি ধ্রুব। শাশ্বত। চিরকালের।
সে মিথ্যা
তুমি সে
যার নয়নে নয়ন রেখে দেখি
বালির স্রোতের মত সরে সরে যাওয়া
ভঙ্গুর, অ-ধ্রুব, চঞ্চল এ সংসারকে
নিরুদ্বেগ, শান্ত, আত্মমগ্ন হয়ে
যে আত্মমগ্নতাও হবে
নির্বাপিত
মোহনায়
মহাশূন্যে
নূপুরের সুর বাজে কানে
অভিসারে চলেছেন রাধা
চিরকালের ঘর বাঁধার মোহকে
দাহ করে
সে দহনের তাপে
প্রেমের চূড়ান্ত মাধুর্যকে ছেনে
নিজেকে উজাড় করে দিতে
সেই বাঁশির চুম্বনে
যে বাঁশির চুম্বন
সবটুকু নিয়ে
ফিরিয়ে দেয় না কিছু
ফিরে পাওয়ার সব আকাঙ্খাকে শূন্য করে