সৌরভ ভট্টাচার্য
11 December 2015
ফুল তোলার কথা ছিল
তুলিনি
চন্দন বাটার কথা ছিল
বাটিনি
মালা গাঁথার কথা ছিল
গাঁথিনি
ভোগ রাঁধার কথা ছিল
রাঁধিনি
বেলা গেল, বেলা হল, বেলা গেল
তবু উঠিনি, উঠিনি, উঠিনি
"তুমি তো নাই, নাস্তিক আমি!"
বলে পাশ কাটালাম বাইরে
আমার আমি তার আমিকে চলে এড়িয়ে
মনে মনে জানি তো
কিছুই -
জানিনি জানিনি জানিনি
কিছুই-
বুঝিনি বুঝিনি বুঝিনি