Skip to main content

সাজানো কথা আর মিথ্যা কথা এক না। প্রথমটায় খানিক শিল্পীসত্তার দরকার হয়, দ্বিতীয়টায় সে দরকার নেই।
   যেমন সত্যভাষণে আর কটুভাষণে। প্রথমটায় বিবেচনাবোধ জরুরী। দ্বিতীয়টায় নয়।

     বিবেচনাবোধ কি? নিজেকে অন্যের জায়গায় বসিয়ে অনুভব করার কৌশল। যত স্বচ্ছ দৃষ্টি, তত স্পষ্ট সিদ্ধান্ত।
     স্বচ্ছদৃষ্টি কি? আবেগের জড়বেগমুক্ত বুদ্ধি। সে বুদ্ধি কার দ্বারা নিয়ন্ত্রিত? ইচ্ছাশক্তি।
     ইচ্ছাশক্তির দুটো গতি। এক মরুভূমির দিকে, আরেক সমুদ্রের দিকে। মরুভূমি - স্বার্থ। সাগর - সবাই।

    প্রদীপ ইচ্ছাশক্তি। আলো ইচ্ছাশক্তি। তাপ ইচ্ছাশক্তি।
      মূল ইচ্ছাময়ী। ইচ্ছাময়ীর ইচ্ছা করুণা।
 ইচ্ছার মাতৃরূপ করুণা। ইচ্ছাময়ী করুণাময়ী। যদি সে ইচ্ছা সাগরমুখী।

    প্রথমে বাক্য ছিল। প্রথমে শব্দ ছিল।
        সে শব্দ করুণাজাত। ইচ্ছাজাত। জীবনজাত। হৃদয়জাত। প্রেমস্নাত।

Category