Skip to main content


(কীর্তনাঙ্গের প্রচলিত সুরে গেয়)
------------------------------

মরিব মরিব সখী নিশ্চয় মরিব
আমার এত সাধের অ্যান্ড্রয়েডখানা
                           কারে দিয়ে যাব

(আখর সহযোগে গেয়)
কারে দিয়ে বা যাব
আমার এত সাধের অ্যান্ড্রয়েডখানা কারে দিয়ে যাব

না বেচিয়ো olx-এ , না দিও quiker এ
যতনে তুলিয়া রেখ আপনারও ঘরে

(আখর সহযোগে গেয়)
তারে তুলিয়া রেখো
আপন জেনে তুলিয়া রেখো
বুকের সাথে গাঁথিয়া রেখো

বুকেরও আবেগও যত, নাসিকারও দ্বারে
বহিছে পাগলপ্রায়, শতলক্ষ ধারে

(আখর সহযোগে গেয়) 
আমি আর কি বাঁচি
আহা এমন ধারায় 
কিসে পরাণ রাখি

বিরহের ব্যাথা সকল, কাশিরও ঝাপটে
উপাড়িবে হিয়া, ভাঙি পাঁজর কপাটে

(আখর সহযোগে গেয়)
এবার তবে গেলেই বাঁচি
কাশিতে হইবে কাশীপ্রাপ্তি
উড়িল বোধায় পরাণপাখি
এবার তবে গেলেই বাঁচি

চিকিৎসকে জবাব দেছে, ভরসা হরিনাম
তাই বা কেমনে শুনি, বিধি আমার বাম

(আখর সহযোগে গেয়)
নাম কানে পশিবে কিরে?
কর্ণমূলে সর্দি জমা
নরুন দিয়া সেঁধিবে কিরে?

বুকের ভিতর যত আবেগ, ঘড়ঘড় রবে
হৃৎপদ্ম পিষিয়াছে বুঝি, হরি কই রবে?

(আখর সহযোগে গেয়) 
সেজন কই বসিবা
হৃদিপদ্ম সর্দি ভরা
হরি আমার কই বসিবা

(দ্রুত তালে গেয়) 
সর্দি আসিয়া কণ্ঠ রুধিয়া
প্রাণ বাহিরিয়া ছাড়িবে মোরে
এবার হরি হরি বল রে ওরে
দু'বাহু তুলিয়া, হাঁচিয়া কাশিয়া
হরি হরি বলরে ওরে
হরি বোল        হরি বোল         হরি বোল

Category