Skip to main content

দাঁড়াও বন্ধু
গোড়ায় একটা মস্ত ভুল হয়েছে
কি খুঁজছ তুমি? প্রেম?
ভুল করছ
সমাজটা গড়ে উঠেছিল প্রয়োজনে,
       প্রেমে না গো
প্রেম বলে যা পাও
    তা নিতান্তই মোড়ক প্রয়োজনের,
প্রয়োজন পাল্টে পাল্টে যায়
        আসে নতুন মোড়ক
কি খুঁঝছ বন্ধু? প্রেম!
   মনে রেখো-
আমরা একসাথে ঘর বেঁধেছিলাম প্রয়োজনে
        ঐতিহাসিকেরা জানে

দাঁড়াও বন্ধু
ফিরে যেও না
   কি খুঁজছ, প্রেম?
প্রেম একলা থাকে
    প্রেম একলা করে
        প্রেম জন্মায় একলা হৃদয়ে
  প্রেম পাগল করে। প্রেম পাগলেরই হয়।
     এখানে কেন এসেছ?
এসো নিরালায়, খোঁজো পাগল
     সমাজ পাল্টে পাল্টে যায়
       প্রয়োজন পাল্টে পাল্টে যায়
পাগল পাল্টায় না,
   আর পাল্টায় না পাগল করা প্রেম