সৌরভ ভট্টাচার্য
22 August 2015
তুমি অচেনা হলে বলে
আমি নিজেকে গুলিয়ে ফেললাম
তোমার বাঁদিকে না ডানদিকে ছিলাম আমি?
মনে পড়ছে না তো,
তুমি আমার কোন হাতে হাত রেখেছিলে,
বাঁ হাতে কাটা দাগ, ডান হাতে আঁশটে গন্ধ
কোন হাতটা ধরেছিলে?
ছুটছ কেন?
জানোই তো আমি ছুটতে পারি না
আমাকে চলতে হয় দীঘির গা ঘেঁষে
যেখানে মরণের মত কালো জল
পা ভিজিয়ে ডেকে যায়,
যাব যাব বলে যাওয়া হয় না জানোই তো
তোমার জন্যে
তবু যে কেন বদলালে তুমি!