সৌরভ ভট্টাচার্য
20 February 2022
শিশিরভেজা ঘাস
ধুয়ে গেল বৃষ্টিজলে
বাচ্চাটা ফিরছে
বাঁশি হাতে
মেলা থেকে
বাতাস দিল
চোখ ঢাকল ধুলায়
বাচ্চাটা বলল,
বাবা কোথায়?
ঠাকুমা বলল
ছড়াটা বলো
বাচ্চাটা বলল -
"বাবা-মা গেল
খেলনা কিনতে
করোনা হাস্পাতালে
মা নিয়ে গেল বোয়াল মাছে
বাবা নিয়ে গেল চিলে"
চোখের জলে
জ্বালা ধরালো ধুলোবালি
ঝড় উঠেছে
ঠাকুমার
ময়লা আঁচল ঠেলে
নাতি বাঁশিতে দিল ফুঁ
সুর উঠল
বৃষ্টি নামল আকাশ থেকে
লাগল তার কপালে গালে
চাদর বিছিয়ে বসল এসে খালেবিলে
ঠাকুমা বলল, এই যে খোকা
নামলে জানি আকাশ থেকে
জল হয়ে ওকে
চুমুতে আদরে ভরবে বলে