Skip to main content


গায়ে কেউ কটা ফুল ছড়ালো
গলায় কেউ মালা পরিয়ে গেল
                        অতর্কিতে
ভাল লাগছিল
তারপর ফুলগুলো কুটকুট করতে লাগল সারা গায়ে
মালাটা ভারী হতে হতে 
আমার মাথাটাকে নীচে নামিয়ে আনছিল
আমারই পায়ের কাছে
দমবন্ধ লাগছিল
নদীর ধারে এসে দাঁড়ালাম
সবার অলক্ষ্যে ফুলগুলো, মালাটা
ভাসিয়ে দিলাম জলে
নদীর জল পূব থেকে পশ্চিমে ভেসে গেল
মালা ফুল সাথে নিয়ে
এখন আমি পূবাকাশে তাকিয়ে
ভোরের আলো আমার মুখে
উড়ন্ত পাখির ডানার ঝাপট
আমার হৃৎপিন্ডে
শিকড়ের টানে আরাম লাগছে এখন

Category