সৌরভ ভট্টাচার্য
27 February 2016
নদীটা যতটা সম্ভব বুকটা চওড়া করে জেগে
সারাটা বুক দিয়ে জ্যোৎস্নায় ভিজবে বলে
চাঁদের সাথে একা
তার বুকে জল থাকুক
না থাকুক
সে পরোয়া করে না
পরোয়া করে না চাঁদও
তারা অনন্তকাল একে অন্যের সাথে মিশে
অবাধ্য জেদ ওদের অপেক্ষায়
কৃষ্ণপক্ষের এক আকাশ তারা জানে সে কথা
এই কথাগুলোই ভাবছিলাম
জ্যোৎস্নাস্নাত নদীর মাঝখানে একা
আমিও তো দাঁড়িয়ে অনন্তকাল
তোমার জন্য
এমনিই ভাবেই একা
বুকভরা হাহাকার
বুকভরা আশ্বাস
কৃষ্ণপক্ষের কালো রাত
সব উপেক্ষা করে
তুমি জানো জানি
আমার স্মৃতির অতলে দীপ জ্বেলে
জাগিয়ে রাখো আমায়
জ্বালিয়ে রাখো আমায়
বুক পোড়ান অপেক্ষায় জ্বলছে প্রদীপ
তোমার পথের দিকে চেয়ে