তখন অল্প পরিচয়
অন্ধকারই বেশি, খুব স্বল্প আলো
তোমাকে লাগল ভাল
আলোতে ছায়াতে মিশে
তোমার যে মূর্তি মনে আঁকলাম
বুঝিনি তো যে
তাতে সত্যের চেয়ে কল্পনা আছে বেশি
যা দেখি তা নয় ঠিক
সত্য ঢেকেছে মাধুরী ছদ্মবেশে
পরিচয় হল দীর্ঘ
তখন আলোয় আলো চারদিকে
সে আলোতে আমার পূর্ব দেখা হল ফিকে
মনেতে ভাবলাম, এ সে নয়, নয় সে!
আমি চেয়েছি বাঁধন হারা নদী
এ যে পাথরের মত অনড় অচল
মন ভরা তার নানান রঙিন বিষে
বুঝলাম আমি
নিজেকে ছলেছি নিজেরই অন্ধমোহে
দূরে সরে আসি, তুমি সে নও
স্বভাবের স্রোত মোড় ঘুরিয়ে
যদিও তুমি অন্যখাতে নাও
হবে কৃত্রিম তা। থাক।
তার চেয়ে তুমি আপন খাতেই রও।
ফিরে চলে আসি নিজের ভুবনে
হোক সে শূন্য ফাঁকা
তবু সে আমার, অভিনয় নেই
নেই চতুরতা ঢাকা
তুমি বলো আজ বিশ্বাসঘাতক
কিছুটা সত্যি বটে
তবে আলোকে করলে অস্বীকার
লোভের দুর্বিপাকে,
তাতে শুধু অনর্থ ঘটে!
তার চেয়ে এই ভাল
তুমি চলে যাও আপন ছন্দে
ভালোয় মন্দে মেশানো সবই জানি
শুধু না যেন ঘুরি
মিথ্যা আশার দ্বন্দ্বে