সৌরভ ভট্টাচার্য
25 February 2016
রেল লাইনের বুক
থরথর ঝনঝন করে কেঁপে উঠল
বুকের পাঁজরের কেন্দ্রে বিঁধল সুক্ষ্ম সুতীব্র যন্ত্রণা
সে চুপ করে শুয়ে থাকল
জানে তো
সব ট্রেনেরই একটা শেষ বগি থাকে
তার বুকে ওঠে শব্দ
আমার কানে বাজে সংগীত
এ সুর আমার চেনা
অনেক ট্রেন বুক পেতে পার করে সংসারে জেগে আছি একা,
একচুল জায়গা থেকে না সরে
লাইনটার মত
জানিই তো সব ট্রেনেরই একটা শেষ বগি থাকে
(আমার সারা জীবনে প্রাপ্ত শ্রেষ্ঠ উপহারগুলোর মধ্যে একটা, শ্রদ্ধেয় Samiran দার তোলা এই ছবিটা)