Skip to main content
শেষ বগি

 

রেল লাইনের বুক
থরথর ঝনঝন করে কেঁপে উঠল
বুকের পাঁজরের কেন্দ্রে বিঁধল সুক্ষ্ম সুতীব্র যন্ত্রণা

 সে চুপ করে শুয়ে থাকল
    জানে তো
   সব ট্রেনেরই একটা শেষ বগি থাকে

তার বুকে ওঠে শব্দ
   আমার কানে বাজে সংগীত

এ সুর আমার চেনা
   অনেক ট্রেন বুক পেতে পার করে সংসারে জেগে আছি একা,
একচুল জায়গা থেকে না সরে
    লাইনটার মত
জানিই তো সব ট্রেনেরই একটা শেষ বগি থাকে


(আমার সারা জীবনে প্রাপ্ত শ্রেষ্ঠ উপহারগুলোর মধ্যে একটা, শ্রদ্ধেয় Samiran দার তোলা এই ছবিটা)

Category