Skip to main content

সংসারে সব শাসনের বড় শাসন,
প্রেমের অনুশাসন।


প্রহরীর শাসনে খুঁজি ফাঁকি দেওয়ার অজুহাত,
আর প্রেমের শাসনে খুঁজি ধরা দেওয়ার সুযোগ।