Skip to main content

জানলাটা খুলতে পারি

   নাও পারি

 

   সে আমার ইচ্ছা

 

জানলাটা খুললে যদি

    মেঘলা আকাশ

       কিম্বা কুয়াশা ভোর

 

সে আমার ভাগ্য

 

কাঁদতেও পারি

    রাগতেও পারি

       অভিমানও করতে পারি

 

সুখী দুখী যাই কিছু না হই

    গ্রহণ করে নিই যদি

        হৃদয় শান্তিকাব্য

Category