Skip to main content
 
সারাদিনের শেষে
    একবার তাকিয়ো
 
বুঝে নেব
    তুমি কেমন আছ
 
বাকি প্রশ্নগুলো
    মিথ্যা মিথ্যা উচ্চারণ করব
 
সাজানো উত্তরগুলো দিতে দিতে
    তুমিও বুঝবে
 
দু'জনেই ঘাটের সিঁড়ি ভেঙে ভেঙে নামছি
      কখন পায়ে এসে ছোঁবে শান্তিজল

Category