সৌরভ ভট্টাচার্য
10 October 2020
ইনভার্টারের আলোয় গীতা পড়তে পড়তে মনে পড়ল
ইনভার্টারে জল দেওয়ার ছেলেটাকে ডাকা হয়নি
ঈশ্বরকে ধন্যবাদ দিলেন
স্মরণ করিয়ে দেওয়ার জন্য
হঠাৎ মনে পড়ল
জীবনবীমার ছেলেটা কাল আসবে
ঈশ্বরকে ধন্যবাদ
সঞ্চয়ের টাকা থেকে বঞ্চিত করেননি
কাজের মেয়েটা দুশো টাকা ধার নিয়েছিল গতমাসে
ফেরত দেয়নি
ওর শাস্তি হোক
ঈশ্বরের কাছে প্রার্থনা জানাতে জানাতে
কখন যে গীতা শেষ হল জানতে পারলেন না
আলো নিভিয়ে ঈশ্বরকে বললেন
ওর শাস্তি হোক