sumanasya
20 April 2024
যার যতটা দাবী
পাই পাই উসুল করে নেবে
সুখদুঃখ, পাপ-পুণ্য
আঘাত-পুরস্কার
ভালোবাসা, ঘৃণা
সব। সব। সব।
তোমার জীবনের কাছে
যার যতটা দাবী
উসুল করে নেবে বিন্দু বিন্দু
তুমি কী করবে?
দাবী মেটাব না
বলতেই পারো
একটা একটা দরজা
ওদের মুখের ওপর বন্ধ করে
বলতেই পারো, ফিরে যাও
ভাবতেই পারো
জিতে গেলে তুমি
একদিন ক্লান্ত হবে
দরজার পর দরজা বন্ধ করতে করতে
বুঝবে আসলে কোনো দরজাই ছিল না কোনোদিন
যা ছিল তা ভ্রম
ভ্রমের দাবী মিটিয়েছ
নিজের অজান্তে
মিথ্যা গর্বে
এই হয়
তুমি ব্যতিক্রম হবে
কোন ক্রম ভেঙে
পরম শূন্যের মাঝে দাঁড়িয়ে
শান্ত থাকতে পারো যদি
জানবে
শান্তি দাবী নিয়ে আসেনি কোনোদিন
তাই সে শান্তি
তুমি আপনিই নিজেকে দিলে
সে আছে
নইলে নেই