সৌরভ ভট্টাচার্য
8 April 2017
ভীষণ অস্পষ্ট চারিদিক
প্রশ্নেরা বিরুদ্ধ বিশ্বাস
বিশ্বাস বড় স্পর্শকাতর আজ
যখন তখন লুকানো নখে আঁচড়ে
শান্তির বার্তা বুঝিয়ে দিতে চায়
একটা গুমোট হাওয়া
ঝড় তোলার জন্য ধুলোবালি জমাচ্ছে
শব্দরা উত্তপ্ত বাষ্পীয়
মাটির নীচে গুড়গুড় শব্দ
কাঁপছে কিছু প্রাগৈতিহাসিক তল
চোখের উপর চোখ রাখতে ভয়
আড়চোখে পরিমাপের মাপকাঠি
বন্ধু শত্রু মিলিয়ে একাকার
প্রত্যেকেই টেনেছে পায়ের পাশে দাগ
এখনি শুরু হবে ছু-কিতকিত খেলা
দূরে কিছু বাজ-শকুন ঠোঁটে দিচ্ছে শাণ
(ছবিঃ সমীরণ নন্দী)