সৌরভ ভট্টাচার্য
4 May 2016
আজ বহুদিন পর পুকুরের পাড়ে এসে দাঁড়ালাম
কয়েকটা ধাপ নামতেই পা ডুবে গেল জলে
চেনা সুর শুনলাম অচেনা গলায়
চেনা ছবি অচেনা ফ্রেমে বাঁধা পড়ল
কোমর জলে দাঁড়িয়ে তাকালাম আকাশের দিকে
ছেঁড়া ছেঁড়া ছন্দ নিয়ে কয়েক টুকরো মেঘ বুকে আকাশ
আমায় বলল, আসব?
আমার সারা পুকুরের জল আকাশের ছায়ায় ঢেকে গেল
পায়ে ব্যথা করল কিসে?
শামুকের খোলে কেটেছে পা
তবু না উঠে জল থেকে
মাথা ডোবালাম আকাশ ছোঁয়া জলে
ভাঙা শামুকের খোলায় চিরল বুক
বাড়ি ফিরলাম ভিজে গায়ে আঁচড় লাগা বুকে