তো কথা হল এই যে সব আমি এটাসেটা নিয়ে লিখি, লোকে ভাবে আমি বইটই পড়ে লিখি। আদৌ কথাটা সত্যি যে না, সেটা প্রমাণ করতেই তো ছবিটা দেওয়া। সব লেখা নিয়ে এনার সঙ্গে আলোচনা করে, মতামত নিয়ে, শলাপরামর্শ করে তারপর লিখি।
কিন্তু বাড়িতে বসে সে যে শান্তিতে দুদণ্ড কথা বলি সে জো তো নেই। এ ও আসবে, আমাদের শান্তিভঙ্গ হবে, কথার রেশ কাটবে। তাই জন্য আমরা একটা নিরিবিলি খুঁজি। আমাদের নিরিবিলি জায়গা হল এই স্টেশান। এটা রেলগেট স্টেশান। হাতে গুনে কটা মাত্র ট্রেন দাঁড়ায়, সে শুধু রেলের কারখানার লোকেদের জন্য। তারপর সব ফাঁকা। আমরা এই একান্ত আলাপচারিতাই তো চাই। তাছাড়া আরো আছে, আমরা দুজনেই ট্রেন দেখলে বিহ্বল হই। মহাপ্রভুর যেমন জগন্নাথ দর্শনে হত। তো সে ট্রেন দাঁড়ানো হোক, কি ছুটন্ত। ট্রেন হলেই হল। আমার নামটাও তাই "ট্রেন দাদান"। ট্রেন দেখলেই আমাদের ভাব হয়, প্রায় সমাধি হয় হয় আরকি। তারপর ট্রেন চলে গেলে আমরা নানা বিষয় নিয়ে আলোচনা করি। সে সব সাংকেতিক ভাষায় আলোচনা। যে বোঝে সে বোঝে। তারপর যে না আমি লেখার বিষয় পাই, এটা সেটা লিখি। এটা সেই প্রমাণস্বরূপ ছবি।
ইনি কে? ইনি Debasish আর Reppal এর পুত্র। আমার... নাতি তথা বন্ধু। নাম, জগত জানে আলেখ্য। আর আমাদের মধ্যে নাম ভীষণ পরিবর্তনশীল।