Skip to main content

শব্দ দিয়ে সত্যি কথাও বলা যায়, শব্দ দিয়ে মিথ্যা কথাও বলা যায়।

শব্দ সে কথা বুঝতে পারে। তাই কখনও কখনও একটা শব্দ তার পাশে বসা শব্দকে দেখে লজ্জায় দূরত্ব তৈরি করে। তার পাশে তার বসার কথা ছিল না তো! সে লজ্জা পাবে না! সেই অস্বস্তিকর দূরত্বকে অনুভব করতে পারে মন।

আবার অন্য সময়ে একটা শব্দ পাশের শব্দকে ডেকে নেয়। সে জানে তো তার পাশে কার বসার কথা। সেই পাশাপাশি বসা শব্দের অস্বস্তি-কুণ্ঠাহীন সুখ মন অনুভব করতে পারে।

মন এই সব অনুভব করতে পারে বলেই কখনও কখনও খুব সুন্দর শব্দের সাজানো মালা তাকে কষ্ট দেয়। আবার খুব কঠিন কিছু শব্দে গাঁথা তপ্ত পথ তাকে সুখ দেয়।

কথাটা এই নয় কোন শব্দের পর কোন শব্দকে রাখলে, কথাটা এই কোন শব্দের পর কোন শব্দ বসে স্বস্তি পেল। সেই স্বস্তিটুকুই থেকে যায়। বাদবাকি সব হারিয়ে যায় আপনিই।