কখন কে কোন উদ্দেশ্যে কথা বলে, বোঝা যায় না।
পরে বোঝা যায়।
কখন কে কোন উদ্দেশ্যে চুপ করে থাকে, বোঝা যায় না।
পরে বোঝা যায়।
জন মানসে প্রথমে আঘাত ঘোর বিস্ময় জাগে। তারপর জাগে হতাশা। তারপর বীতশ্রদ্ধতা। তারপর অনাস্থা। বোঝা যায় না শুরুতে।
পরে বোঝা যায়।
========
জিভের কথা বলার অভ্যাস আর চিত্তের চিন্তাভাবনার অভ্যাসের মধ্যে পার্থক্য ধরা পড়ে সংকটকালে। জিভ হয় অসাড়। চিত্ত হয় ভ্রান্ত।
জিভের কথা বলা, আর চিত্তের চিন্তাভাবনার সাযুজ্যের তেজ ধরা পড়ে সংকটকালে। সংকট যত গভীর সে চিত্তের জ্যোতি তত সমুজ্জ্বল।
উদার সত্যনিষ্ঠ চিত্ত, প্রতিপক্ষ বোঝে না, বিরোধী মানে বোঝে। মিথ্যা সত্যের প্রতিপক্ষ নয়, সত্যের অভাব। সত্যের প্রতিপক্ষ অহংকার। সত্যের বিরোধী ছলনা।
ভ্রান্ত চিত্ত দেখতে পায় না। সোজা সরল রাস্তাকে করে জটিল। বিবেকের সহজ সরল ইঙ্গিত দেশনাকে করে তাত্ত্বিক জটিল। নিজে রাস্তা হারিয়ে, সবাইকে তুলতে চায় ক্ষেপিয়ে। অবশেষে নিজে ক্ষেপে ওঠে। একটা অধ্যায় শেষ হয়। দু:সহ অন্ধকারে। ধৈর্য ধরতে হয় শুধু। প্রতিবাদের মশাল জ্বেলে রোজ। এই তো সাধনা। সহজ। কিন্তু রাজী হয় না মূঢ়।