সৌরভ ভট্টাচার্য
6 July 2017
রাত অনেক হল
ঘুম দরকার যে ভীষণ!
মানুষ ঘুমালে শুধুই মানুষ
ঘুমন্ত মানুষের ধর্ম থাকে না
ঘুম কে আনে?
আইন আনে না, পুলিশ আনে না
ঘুম এনেছে চিরটাকাল
ভালোবাসা বিশ্বাস,
ঘুমন্ত শিশুকে বুকে আঁকড়ে
তার স্বর্গীয় সৌরভ বুকে জড়িয়ে
শান্তিতে
শান্তি ছাড়া দেবালয় হয় না
শান্তি ছাড়া প্রার্থনা হয় না, আজান হয় না
ঘুমের মধ্যেই ঈশ্বরের আদর সব ক্লান্তি মেটায়
পরের দিনের জন্য
দোহাই তোমাদের
শান্তির মূল্যে কিছুই কিনো না
আমার ঘুম কেড়ো না
আমায় উঠতে হবে কাল
রাম রহিম সবাইকেই জাগতে হবে কাল
পেটের জন্য।
বাচ্চাটার জন্য।
আগামীকালের জন্য।
শান্তি ছাড়া আগামীকাল হয় না