Skip to main content

কয়েক টুকরো ভালোবাসা দিও
   বাকিটা আমি জুড়িয়ে জুড়িয়ে নেবো

নিরবচ্ছিন্ন যা, তা তো মরণ!
   বালাইষাট, প্রেম চাইতে মরণ চাইব নাকি!

তুমি এসো ফিরে ফিরে, নতুন হয়ে
   তোমার থাকা না থাকার মধ্যখানে
       আমি কয়েকটা কবিতায় বেঁচে নেব

অবশেষে যখন সব হবে শেষ
তোমাতে আমাতে মিলেই হবে সেতু
     কোথাও কোনো ফাঁক থাকবে না, দেখো!

Category