Skip to main content
 
বাইশে শ্রাবণ তো ইতিহাসের
 
  আমি তো শুনি
 
চিরনূতনের ডাক
        পঁচিশে বৈশাখ
 
   যে ডাক আমার সব কালের
 
তবু যদি বলো
   দুঃখ কি তবে লেশমাত্র নেই?
 
আছে,
 
আমার অন্তিম ক্ষণে বলব,
 
"কত প্রদীপ সাজিয়েছিলে
           এই থালাতে আপন হাতে
    কত যে তার নিভল হাওয়ায়"
 
  শেষ আরতির সম্বল প্রভু এই

Category