সৌরভ ভট্টাচার্য
27 April 2017
সেনেকার চিঠি পড়ছিলাম। সেনেকা অত্যন্ত প্রিয় দার্শনিক আমার। মনে হল কটা কথা অনুবাদ করে দিলে কেমন হয়। তাই এ ক্ষুদ্র প্রচেষ্টা।
"প্রকৃতি জন্মসূত্রে মানবিক উৎকর্ষ দিয়ে পাঠায়নি আমাদের। একজন নৈতিক উৎকর্ষ সম্পন্ন মানুষে রূপান্তরিত হয়ে ওঠাটা একটা শিল্প।...আমরা সে উৎকর্ষতা নিয়ে তো জন্মাইনি, তা অর্জন করব বলে জন্মেছি। আমরা যা নিয়ে জন্মাই তা মানবীয় উৎকর্ষর সম্ভাবনা মাত্র, স্বয়ং উৎকর্ষগুলি নয়, এমনকি সমাজের শ্রেষ্ঠগুণসম্পন্ন মানুষটিও সে সম্ভবনার অনুশীলনেরই উদাহরণ।"
"আমরা অধিকাংশ ক্ষেত্রে নিজেদের নষ্ট করি কারণ কদাচিৎ আমরা আমাদের অতীত জীবনের দিকে ফিরে চাই। আমরা সর্বদা ব্যস্ত থাকি আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে, অথচ ভেবে দেখি না আমাদের ভবিষ্যতটা নির্ভর করে থাকে আমাদের অতীতের উপর।"