Skip to main content

এই তো
একের পর এক সহ্য করে যাচ্ছি সব
বর্ষা বসন্ত গ্রীষ্ম শীত

এই তো
একের পর এক সহ্য করে যাচ্ছি সব
প্রেম, অপ্রেম, ঈর্ষা, অপমান, শোক

এই তো
সব সহ্য হয়ে যাচ্ছে
কপটতা, ছলনা, ষড়যন্ত্র, প্রতারণা

এই তো
সহ্য হয়ে গেল দেখো

স্বাস্থ্য, রোগ, আশঙ্কা, অনিশ্চয়তা
সব সহ্য হয়ে যাবে দেখো, সব
নিজের শরীর, মন, প্রাণ
আমাকেও সহ্য করে নিল

মাটি, আকাশ, জল, বাতাস
আর তোমার তুমি
এইভাবেই তো মুখোমুখি
যতক্ষণ সহ্য করে সময়
তারপর একটা সেমিকোলন

আর এক দমকা উষ্ণ দীর্ঘশ্বাস ।

Category