সৌরভ ভট্টাচার্য
10 October 2015
সব হাসি কি প্রসন্নতার?
কত হাসি মতলবেরও
সব খবর কি ঘটেছিল?
কত খবর কল্পনারও
যা কিছু ভাই এদিক ওদিক
বুঝবি যে সব, তার নেই ঠিক
তার চেয়ে ভাই আশমানেতে
ঠ্যাঙ তুলে শো, চিৎপাতেতে
মারুক ধরুক কাড়ুক নাড়ুক
ফুল চন্দন কি পোকাই পড়ুক
তোর কি কাজ সেদিক পানে
মন মজা তোর মাঠের গানে
চাষ আবাদ আর মেঠো সুর
চুলোচুলি চেয়ে অনেক দূর
বুঝিস যদি রে সোজা হিসাব
থাক বোবা সব মুখ্যু কিতাব
কাজের সুর আর ঘামের ঘ্রাণ
স্বর্গ সেই রে, প্রাণারাম