সৌরভ ভট্টাচার্য
2 December 2014
ছেলেটা হৃদয়ের প্রায় পুরোটাই বন্ধক দিয়ে
এদেশে এল,
এল মানে, আসতে বাধ্য হল।
সাথে আসল এক সমুদ্র দারিদ্রতা
আর এক আকাশ আকাঙ্খা।
সময়ের সাথে সমুদ্রটা যত বাড়ল,
আকাশটা ছোট হতে লাগল দ্বিগুণ বেগে।
সে পণ করল,
সমুদ্রটাকে সে চোরাবালি হতে দেবে না কিছুতেই,
আর ডান হাতের মুঠোয় শক্ত করে ধরল
বাকি আকাশটাকে।
খুব লড়াই শুরু হল,
খুব লড়াই।
লড়তে লড়তে, খেলতে শিখে গেল ছেলেটা।
এখন সে আর ভয় পায় না সমুদ্রকে,
সে সাঁতরে দেখে এসেছে এপার ওপার-
তার ভয় ভেঙেছে জন্মের মত।
আর আকাশটা?
তাতে করেছে সবুজ মাঠের রঙ,
আকাশটা এখন ফেরে তারে পাশে পাশেই
হাতে হাত রেখে।