Skip to main content

আপ না ডাউন

কোন প্ল্যাটফর্মে বসলে বেশি ভিক্ষা পাবে
ঠিক করতে না পেরে
যে ভিখারিটা প্রথমে জ্যোতিষী
তারপর ঈশ্বরের কাছে গিয়েছিল

তাকে দেখে এলাম
সে কবিতা লিখছে
সুর দিচ্ছে গানে
ছবি আঁকছে
আরো কত কি করে যাচ্ছে
কোন অদৃশ্য শক্তিতে ভর করে

আর মাঝে মাঝেই
আকাশের দিকে তাকিয়ে বলছে
জ্বি হুজুর… জ্বি হুজুর

Category