সৌরভ ভট্টাচার্য
29 August 2020
ঝরণার উপর ভোরের আলো এসে পড়ল।
ঝরণা আলোকে বলল, মিশে যাও আমার সাথে।
আলো সারাদিন ঝরণার জলের সাথে মিশে, পাহাড় বেয়ে সমতলে বেয়ে সমুদ্রে গিয়ে পড়ল।
সন্ধ্যা হল। অন্ধকার নেমে এসে দাঁড়ালো ঝরণার সামনে।
ঝরণা অন্ধকারকে বলল, এসো, আমার মধ্যে যাও মিশে।
অন্ধকার ঝরণার শরীরে মিশে, সেও পাহাড়, সমতল পেরিয়ে গেল সমুদ্রে।
ঝরণা থামল না। কাউকে বলল না, সরে দাঁড়াও। কাউকে বলল না, মিশো না আমার সাথে। তার বুকে যে সমুদ্রের অভিসারের ডাক! সে কি ফেরাতে পারে কাউকে?