Skip to main content
Savita law
তুমি সুস্নাত অভী দীপ্ত তেজে বাইরে এসো
হও প্রাচীন বল্কলভার মুক্ত
       অনাবৃত অসংস্কৃত
নিশাত দৃষ্টিতে ছিন্ন হোক মাটি
   আকাশে অভিদ্যোতনা ঘোষণা করুক 
       আতপ্ত বীজের অভিষব 
তুমি অনার্তবা নও
   তোমার গর্ভে জন্মাক তোমার স্বাধীন ইচ্ছা
          লজ্জা-অবাঞ্ছিত দায়ভার না

Category