Skip to main content




সুখ পোহালো রচনাঃ সৌরভ ভট্টাচার্য্য আবৃত্তি পাঠঃ সংহিতা ব্যানার্জী

মূল কবিতা ========= সমুদ্র বাতাসকে ভালোবেসে বলেছিল,      আমায় যত্নে রেখো বাতাস ঢেউ এর পরে ঢেউ তুলেছিল         ঝড় তুফানে পাগল করেছিল  পৃথিবী আকাশকে বলেছিল,      আমায় আগলে রেখো আকাশ মেঘ-বৃষ্টিতে বন্যা এনেছিল        প্রখর তাপে বুক পুড়িয়েছিল মেয়েটা ভর দুপুরে ছাদে মেলে যাওয়া     কাপড়গুলো            গোধূলিবেলায় তুলতে তুলতে                     অন্যমনস্ক  হলুদ আকাশ। ঝোড়ো হাওয়া।       তার সাধের শাড়ি            উড়ে গেল             গলি হারালো সিঁড়ি দিয়ে নামতে নামতে        মৃদু হাসল                শাড়িটা পাক মুক্ত আকাশ                        গায়ের গন্ধ                              গা হারিয়ে                                  কথা হারিয়েই                                      না হয় একটু                                            সুখ পোহালো