Skip to main content


যেখানে নাকি অনেক নীতি, উচ্চাদর্শ
            মহাপুরুষের গুষ্ঠিবাস
      তারও নীচে জমছে ক্লেদ

তাদের কাছে যাচ্ছে যারা সরল মনে
            ঠকছে তারা
      এসব দেখে দেখে জমছে খেদ

জ্ঞানী ফকির তাই তো বলেন
   না হও ভাই প্রাতিষ্ঠানিক
        সত্যের গায়ে জমে না মেদ

Category