সৌরভ ভট্টাচার্য
15 January 2020
"এ দেশ যোগ্য নহে বাস করিবার"
উচ্চারিল পত্রকার ডাকি
কিরণ-আমির
সম উদ্বেগে হুঙ্কারিল প্রবীণ নাসির
এবে যবে নর-নারী
তরুণ তরুণী পথে নামিয়াছে
আপন ভাগ্য রাখি বাজি
কেন নাহি শুনি কণ্ঠস্বর,
কোথা সে উদ্বেগ
"সত্যমেব জয়তের" ছলছল আঁখি?
নীরব অমিতাভ
ঘোষিল পত্রকার আজি
ভয় নহে মানহানির যাহার
কর্মহীন হইবার আশঙ্কা তাহার
পূত্রের কর্ম নাই, তাহে এতবড় পরিবার!
কেমনে পালিবে কহ?
ভয় নাই রঙ্গমঞ্চ হারাবার?
অতএব, যা কিছু উদ্বেগ আজি
রাখি কুলুঙ্গেতে
আপন বৃত্তে রহি থাক নিজসুখে
যেমতি আসিয়া দ্বারে রাজ অনুচর
মাগিবে প্রমাণপত্র
দিও গো সত্ত্বর
নারিলে রহিও গিয়া অনাগরিক কারাগারে
সেথা বিদেশীর মান নাহি, রহিবে -
"অনুপ্রবেশকারী" তকমা বহিবারে
কি হইবে এই যজ্ঞে?
উত্তর নাহি কোনো
সিক্তকাষ্ঠের যজ্ঞ,
ওড়ে শুধু ধুঁয়ো
কর্ম নাই, অর্থস্রোত ক্রম নিমজ্জমান
লক্ষ্মী নাই ভাঁড়ে
"কে আছ নাগরিক খাঁটি"?
কারা ফুকারিছে দ্বারে দ্বারে...