সৌরভ ভট্টাচার্য
19 August 2018
যে চলতে চলতে দাঁড়িয়ে পড়ে
দাঁড়িয়ে পড়ে পিছন ঘুরে
সবার চলা আড়াল করে,
বলে ওঠে গম্ভীর স্বরে -
'ইহাই সত্য'
তাকে আমি এড়িয়ে চলি
যে চলতে চলতে আকাশে চায়
বাতাসের সুরে বাঁশি বাজায়
স্রোতস্বিনীতে পা ডুবায়
চলায় থামা লাগতে গেলেই
ছুট লাগায়,
আর মুচকি হেসে
এদিক ওদিক তাকিয়ে বলে
'এও সত্য'
তারই পিছু ধেয়ে চলি
সে রাজপথ হোক, কিম্বা হোক না এঁদো গলি