সৌরভ ভট্টাচার্য
3 August 2017
মোহ বলল, যাব না।
সত্য রইল চুপ করে।
মোহ বলল, এই দেখো আমার ঐশ্বর্য,
বলেই সে ছায়ামূর্তি ধরে প্রাসাদ, ধন-দৌলত বানিয়ে ফেলল কয়েক লহমায়।
সত্য রইল চুপ করে।
মোহ চীৎকার করল।
গান গাইল। নাচল।
বিদ্রুপ করল। শ্লেষোক্তি করল।
সত্য রইল চুপ করে।
হঠাৎ কি হল। ধ্বস নামল।
ভিত উঠল নড়ে। মোহ আর্তনাদ করে উঠল।
ভয়াল রূপ ধারণ করল।
সব কিছু নিজের হাতে তছনছ করে ফেলল।
সত্য রইল স্থির। স্তব্ধ।
মোহ ভাঙল। চুরচুর হল সব ভয়াল বেশ।
ধোঁয়া কুয়াশা গেল মিলিয়ে।
সব কোলাহল হল শান্ত।
সত্য রইল চুপ করে।