Skip to main content
 
ওহে নিশ্চুপানন্দ সন্ন্যাসীর দল
ওহে কোটিপতি জগদগুরু, সদগুরু, মন্ত্রগুরুর দল
  ভারতে নাকি সত্যযুগ এসেছে...কই হে তোমরা...
বলি কারোর গলা পাই না কেন?..ঘুমালে নাকি?
     বাইরে সোঁ সোঁ আওয়াজ পাচ্ছ?..ঝড় উঠেছে...
খিল দাও দরজা জানলায়..ধুলো ঢুকে যাবে...
   নাক টিপে বসে ইড়া-পিঙ্গলায় টান মারো
.....ভববন্ধন ছেঁড়ার প্রার্থনা গাও জোর সে....
  তোমরা নাকি দেশের মধ্যে একতা এনেছ...
ধম্মে ধম্মে মানুষকে দ্যাবতা করে তুলেছ... দীক্ষায়... বোক্তিমাতে... তারা কই বাপ! সেই শান্তিগোপালরা কই... আমরাও তো দেখি...
 
   কিস্যু পারোনি বাছাধনেরা...
 
পরজীবী হয়ে শুষে নিচ্ছ হাড়-মজ্জা....
  বন্ধচোখে কাজল পরিয়ে ফাঁকির সাজসজ্জা
 
ওদিকে দেখি, 
     অর্জিত গণতন্ত্র
        পোহাইলে শর্বরী
          দেখা দিল রাজতন্ত্র রূপে

Category