সৌরভ ভট্টাচার্য
4 October 2017
দার্শনিক, সন্ন্যাসী খুঁজে চলেছেন সত্যের সংজ্ঞা
দার্শনিক লিখলেন বই
সন্ন্যাসী গড়লেন মঠ
সত্য ঘুড়ি উড়িয়ে চলল মহাকাশে
লাটাই নিতে চাইলেন সন্ন্যাসী
নিতে চাইলেন দার্শনিক
নাগাল পেলেন না
শ্রান্ত বিষণ্ণ মনে ফিরে গেলেন
তখন পশ্চিম আকাশে ক্লান্ত দিনের
যবনিকাপতন মন্থর গতিতে
বাঁশিতে বাজছে শ্রী রাগ
তীব্র মধ্যমের সাথে ফিরে ফিরে আসছে
কোমল ধৈবত আর কোমল রেখাব
সন্ন্যাসীর চোখ ভিজল
ভিজল চোখ দার্শনিকের
লাটাই ছাড়িয়ে সুতো তখন বহুদূরে
লাটাই পড়ে মাঠের ধুলোতে
পণ্ডিত তুলে নিল সে লাটাই
বলল, এই সত্য
দার্শনিক রইলেন নীরব
স্মিত হাসলেন সন্ন্যাসী