Skip to main content

আজীবন প্রশ্ন করে গেল লোকটা। সবাইকে। সময়কে, ধর্মকে, সমাজকে, প্রতিবেশীকে।

উত্তর পেল না।
কারণ মনের মত উত্তর সে খুঁজে পেল না।
লোকটা আজীবন বিশ্বাসই করল না, কোনো সত্যই মনের মত হয় না।
মনের মত হয় ব্যাখ্যা।
তাই কোনো ব্যাখ্যাই সত্যের মত হয় না।
আত্মতৃপ্তির কুয়াশা ঘেরা রাস্তায় হাঁটতে হাঁটতে
লোকটা জানতেই পারল না
শান্তির বিপরীত শব্দ 'অশান্তি' না,
শান্তির বিপরীত শব্দ - ভয়।
ভয় কখনও সত্যের নাগাল পায় না।

Category