সৌরভ ভট্টাচার্য
22 September 2017
১
===
জানলা দরজা বানাতে গেলে
আগে দেওয়াল বানাতে হয়
বোকার হদ্দ তুমি!
জানলাকে বলো - আকাশ
দরজাকে বলো - মুক্তি
২
===
চিড় ধরা দেওয়াল থেকে বাঁচায়
আকাশ, খোলা মাঠ, নদীর জল
একবার বাইরে এসো
কেউ না ডাকলেও
নিজেকেই একবার বাইরে ডাকো
বোকার হদ্দ তুমি!
চিড়কে বলো - বিশ্বাসঘাতকতা!
আমি বলি - মুক্তি, সত্য পরিচয়