Skip to main content

মিথ্যা বলব না?

 

এতটা অবসন্নতা,

এতটা বিষণ্ণতার গল্প

        সহ্য করতে পারবে?

 

মৃতদেহকেও সাজাতে হয়

চন্দনে, ফুলে, ধুপে

        ঢাকতে হয় বরফে!

 

সেকি মিথ্যা?

 

না তোমার সহ্যসীমার মর্যাদা রাখার

                                সৎ চেষ্টা!

 

বোঝো না যেন!

Category