Skip to main content
 
       "আরে ধুর সরকারি হাস্পাতালে আমাদের মত ফ্যামিলির মানুষেরা যায় নাকি! নার্সিং হোম, প্রাইভেট হাস্পাতালগুলো ছাড়া তো ভাবতেই পারি না কিছু হলে যাওয়ার কথা। কি নোংরা ম্যাগো মা! তাও গরুর পালের মত ভিড়, এসি নেই রুমগুলোতে... তুই বল তোর কোন আত্মীয়কে শেষ জহরলালে বা গান্ধীতে ভর্তি করেছিস.. তোর বাবা রেলে ছিলেন বলে বি আর সিং এ যাস... সেখানে আর কত ভিড়... মেডিক্যাল কলেজ sskm এ যা, দেখ ওই মুসলমান আর গরীব মানুষগুলোর ভিড়। প্রাইভেটে যা.. একটু খরচ কিন্তু ওখানে এসব ঝুটঝামেলা নেই"
       তাও পোস্ট করলেন যে?
       "আরে ডাক্তারদের কর্মবিরতি তো দরকারই. আমি তো সমর্থন করিই...গরীব মানুষগুলোর যা দুর্দশা... লাইক দিস একটা প্লিজ সময় করে"
       ব্লকড। ভয় করছে। আর কত সাব প্লট বেরোবে?