সৌরভ ভট্টাচার্য
9 November 2016
দুষ্ট মাছ ধরা পড়িবে, জাল বিছানো হইল। জালে ধরা পড়িতে লাগিল, খাবি খাইতে লাগিল শুধু চুনোপুটি। রাজা বলিলেন, বড় মাছ কই?
পাত্র-মিত্র-সভাসদ আদি সবাই কহিল, তাই তো, বড়মাছ কই?
মন্ত্রী কহিল, আসিবে।
পাত্র-মিত্র-সভাসদ সক্কলে কহিল সমস্বরে -
আসিবে, আসিবে, আসিবে
বিদূষক হাসিল। মনে মনে বলিল-
বদরক্ত সরাইলেই রোগ সারে না মহারাজ। বদরক্ত তৈরির জীবাণু মারিতে হয়। যেখানে সরিষার মধ্যেই ভুত সেখানে শুধু সরিষা ফেলিয়া কি ফল?