সৌরভ ভট্টাচার্য
15 October 2014
১
-----
তোর ঠোঁটের প্রশ্রয়ে
আর
চোখের শাসনে
নাজেহাল আমি।
কি হব?
বেপরোয়া
না উদাসীন?
২
-----
আগে বলিস নি তো
চোখের তলায় রাখিস ছুরি?
ঘুণাক্ষরেও জানতে দিস নি
হাসির মধ্যে রাখিস বিষ!
এত বিষ!
বিষাক্ত শরীরে বিকল হৃৎপিন্ড
নিয়ে বন্ধ দরজার সামনে।
জানি না ওপারে স্বর্গের সিঁড়ি
না নরকের খাদ।
যাই থাকুক, দোহাই দরজাটা খোল,
আমি যাব।
(ছবিঃ সুমন দাস)