Skip to main content
এত আয়োজন কেন?
সরিয়ে ফেল এ আবর্জনা।
ওদের ডাকো আবার, 

বলো তুমি বসবে নদীর ধারে।
মাছরাঙা, চিল, বকের সাথে 

কাঁচপোকা, শামুক, পিঁপড়ের পাশে।
সন্ধেবেলা বেলফুলের গন্ধ আসুক
তোমার ঘামের গন্ধে মিশে।
ঝিঁঝিঁর ডাকে ভেসে আসুক
 
হারিয়ে যাওয়া কথা।
চোখের কোল ভিজে হোক নরম ।
আর পুড়ো না।
ওদের ডাকো, যারা তোমায় চেনে বলেই আজ বুঝতে পারে না।

Category