সৌরভ ভট্টাচার্য
31 January 2015
আমার ঘরের উত্তরের জানলাটা খুললে
উত্তাল সমুদ্র, সেদিকটা আমি রাতের বেলায় খুলি
আমার ঘরের দক্ষিণের জানলা খুললে রুক্ষ
পাথর পাহাড়, সেদিকটা আমি দুপুরবেলায় খুলি
আমার ঘরের পূবের জানলা খুললে
আবর্জনার স্তূপ, সেদিকটাও মাঝে মাঝে খুলি
আমার ঘরের পশ্চিমের জানলা খুললে
ধূ ধূ মরুভূমি, সেদিকটা আমি রাতদিন খোলা রাখি,
কেন?
কারণ ধূ ধূ মরুভূমিতে একটা ক্যাকটাস গাছ
তাতে একটা মাত্র ফুল, তুমি