Skip to main content

আমি কারোর মাধ্যমে কিছু চাইনি কোনোদিন

ভালোবাসাকে চেয়েছি ভালোবাসার জন্যই
ঈশ্বরকে চেয়েছি ঈশ্বরের জন্যই

তাই আমার দরজায় সেজে আসতে হয়নি
                  কাউকে কখনো কোনোদিন
যে এসেছে, সে সহজ বেশেই এসেছে সহজেই

যে রাখতে চেয়েছে ছদ্মবেশের আড়াল
সে হারিয়েছে পথ আমার দরজার কাছে এসে

কারণ
আমি কারোর মাধ্যমে কিছু চাইনি কোনোদিন
  না তো চেয়েছি -
    কারোর বদলে কিছু

Category