Skip to main content


প্রচণ্ড রেগে থাকা এক ঝাঁক পাখি 
   ভোরের আলোকে ক্ষত-বিক্ষত করছে খাঁচার ভিতর থেকে

ঘুম ভাঙল সেই চীৎকারে
মনে হল এরকম চীৎকার শুনিনি তো বহুদিন
    এত প্রতিবাদ!

এখন 'তোতাকাহিনী'র পাখিরা মরে না
খাঁচার সাথে তাদের বাণিজ্যিক বনিবনা 
পেটের ভিতর শুকনো কাগজের
   খসখস গজগজ আওয়াজে 
        উন্নতির এসকালেটারের অর্কেস্ট্রা

স্বপ্নরা বড় হিসেবি যে আজকাল

শুধু আকাশটা রিক্ত থেকে যায়
আটকে থাকে অক্ষরেখা দ্রাঘিমারেখার খাঁচায়

Category